জাতীয় পার্টি

অবশেষে শপথে যাচ্ছেন জাপার ১১ এমপি

দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ নিয়ে সিদ্ধান্ত জানাল জাতীয় পার্টি। আগামীকাল বুধবারই (১০ জানুয়ারি) শপথ নেবেন দলটির নবনির্বাচিত ১১ জন সংসদ। পূর্বঘোষিত বৃহস্পতিবারের দলীয় সভাও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এই কথা জানিয়েছেন।

মাহমুদ আলম জানান, আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, জাপার এমপিরা শপথ নিতে সময় চেয়েছেন। তারা আগামীকাল শপথ নেবেন না, পরে শপথ নেবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছিলেন, আগামীকাল তারা শপথ নিচ্ছেন না। তিনি বলেন, আমি এলাকায় আছি। আজকে ঢাকায় ফিরব। এরপর দলের বৈঠক হবে, তারপর সিদ্ধান্ত হবে। দলের সঙ্গে বৈঠক না করে কিছু বলতে পারব না।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন