ফুটবল

নিষিদ্ধ হচ্ছে না ব্রাজিল ফুটবল

গেল বছরের ৭ ডিসেম্বর রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এদনালদো রদ্রিগেজকে।

কিন্তু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইন অনুযায়ী সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের কোন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না।

তাই সিবিএফে একটি চিঠি পাঠিয়ে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলে ফিফা ও কনমেবল। কিন্তু গত সপ্তাহে ব্রাজিলের উচ্চ আদালতের বিচারক গিলমার মেন্দেজ রদ্রিগেজকে সিবিএফ সভাপতির পদে ফিরিয়ে আনার নির্দেশ দেন।

আর এ জন্য ফিফার আইনি বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া জানিয়েছেন, সিবিএফ সভাপতি পদে এদনালদো রদ্রিগেজ ফেরায় তাদের আর নিষিদ্ধ হওয়ার শঙ্কা নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন