ফুটবল

বাফুফেকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা

বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

আরও পড়ুন: ‘নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে’

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে এই শাস্তি দিয়েছে। শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল বাফুফে। তবে তাতে কাজ হয়নি।

বাছাইয়ে প্রথম রাউন্ডে মালদ্বীপের মালেতে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের কারণে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে। এরপর ১৭ অক্টোবর একই দলের বিপক্ষে ফিরতি লেগে সিকিউরিটি রুল ভঙ্গের অভিযোগে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে।

২১ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। নিরাপত্তার কমপ্লায়েন্স এবং গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন