আর্কাইভ থেকে বাংলাদেশ

সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদনের চিন্তা করছে : বাণিজ্যমন্ত্রী

তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদনের চিন্তা করছে। তাহলে চাহিদার ২৪ ভাগ পূরণ হয়ে হবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (১৮ মে) দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাইস ব্র্যান প্রক্রিয়ায় ৭ লাখ টন তেল উৎপাদন সম্ভব। তাহলে চাহিদার ২৪ ভাগ পূরণ হয়ে হবে।

টিপু মুনশি বলেন, ভোজ্য তেলের বাজারে সমস্যা হবে না। এটা বাজারে চাহিদা অনুযায়ী আছে। গেলো ৫ মে তেলের যে দাম ঠিক করে দেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশে গম রপ্তানী বন্ধ করেনি। জি টু জি বন্ধ হয়নি। শতভাগ গম আমদানি করা যাবে।

তিনি বলেন, ২০২৫ সালের পর আমাদের আর পেঁয়াজ আমদানি করতে হবে না।  এখন পর্যন্ত পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে। ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম হলে সেটা যৌক্তিক।

এ সম্পর্কিত আরও পড়ুন