আন্তর্জাতিক

মার্কিন জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা

আবারও মার্কিন জাহাজে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।  হুথি বিদ্রোহীদের ওপর আমেরিকা এবং ইংল্যান্ড এর যৌথ অভিযানের প্রেক্ষিতে হুথিরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে একটি বৃটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে হামলায় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি।

সোমবার (১৫ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। আমেরিকার মালিকানাধীন বাণিজ্যিক জাহাজটির নাম এম ভি জিব্রালটার ঈগল বলে জনিয়েছে মধ্যেপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম)

সেন্টকম আরও জানায়,  হামলায় জাহাজটিতে কেউ আহত বা এর কোন ক্ষতি হয় নি। জাহাজটি তার গন্তব্যে যাত্রা অব্যাহত রেখেছে।

সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এম্বরি জানায়, জাহাজটি লক্ষ্য করে হুথিরা তিনটি ক্ষেপনাস্ত্র ছুড়েছিল। একটি সাগরে পৌছালেও বাকি দুটি সাগরে এসে আঘাত করে নি।

জাহাজটি পরিচালনাকারী সংস্থা ঈগল বাল্ক শিপিং জানায়,  তাদের জাহাজটি এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে ১০০ মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হন। জাহাজটি স্টিলের পণ্য বহন করছিল। হামলায় ব্জাহাজটির খুব সামান্য ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গেলো নভেম্বর থেকে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন