তথ্য-প্রযুক্তি

গুগল দিলো দুঃসংবাদ!

নতুন বছরে আসতে না আসতেই দুঃসংবাদ জানালো গগুল। এতদিন গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কণ্ঠস্বর ব্যবহার করে খুব সহজেই ইমেইল, ভিডিও বা অডিও মেসেজ পাঠাতেন, এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে সে সুবিধা।

নিজেদের অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন থেকে অন্তত ১৭টি ফিচার সরিয়ে ফেলছে টেক জায়ান্ট গুগল। প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরপরই কোম্পানিটি এ ঘোষণা দিল। নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গুগল অ্যাসিস্ট্যান্ট কণ্ঠস্বরের সাহায্যে ব্যবহার করা যায়। টুলটি বিভিন্ন ফোন থেকে শুরু করে স্মার্ট স্পিকার বা বাসাবাড়ির জন্য তৈরি করা গুগলের বিভিন্ন পণ্যে দেখা যায়। কোটি কোটি মানুষ গুগল অ্যাসিস্ট্যান্ট টুলটি ব্যবহার করে।

১৭টি ফিচার সরিয়ে ফেলার কারণ হিসেবে টেক জায়ান্টটি বলছে, এসব ফিচারের যথেষ্ট ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত ফিচারগুলো সরালে এর গুণমান ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সাহায্য করবে এবং বিভিন্ন ডিভাইসজুড়ে অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা আরও সহজ করবে বলে দাবি গুগলের।

বাদ যাওয়া সব ফিচার সম্পর্কে বিভিন্ন পরামর্শ নিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করেছে গুগল। তালিকা অনুসারে, ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ফোনে সেভ করা কন্টাক্ট বিষয়ে তথ্য জানতে পারবেন না। কণ্ঠস্বর ব্যবহার করে ইমেইল, ভিডিও বা অডিও মেসেজ পাঠানো যাবে না। কেবল কল করা ও টেক্সট মেসেজ পাঠানো যাবে। এ ছাড়া অন্যান্য ফিচারের বিস্তারিত তালিকা দেখা যাবে গুগলের ওয়েবসাইটে।

আগামী ২৬ জানুয়ারি থেকে এই ১৭টি ফিচার বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে গুগল। এরপর যেসব ব্যবহারকারী ফিচারগুলো খুঁজবেন তারা একটি নোটিফিকেশন পাবেন যে, নির্দিষ্ট তারিখের পরে এগুলো আর থাকছে না। স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং স্মার্ট স্পিকারসহ গুগলের বিভিন্ন ডিভাইস জুড়ে আসবে এ পরিবর্তন।

এ সম্পর্কিত আরও পড়ুন