আর্কাইভ থেকে বাংলাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু তিন শিশুর, আহত ১০

সুনামগঞ্জের তাহিরপুরে সুন্দর পাহাড়ি এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিন শিশু হলেন- তাওহিদা বেগম (১১), রিপা বেগম (১২) ও আমিরুল (১১)। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ক্ষেত থেকে বাদাম তুলার সময় বজ্রপাতে তিন শিশু মারা যায় ও ১০ জন আহত হন। হতাহতদের তার ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও আহতদের চিকিৎসার খরচ দেবেন তিনি।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন