আবারও নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে এ নির্বাচন দিতে হবে। বলেছেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পুরানো পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। লুটপাট-দুর্নীতি বন্ধে খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। এসব দাবিসহ আরও ৭ দফা দাবি তুলে ধরেন তিনি।
দাবি আদায়ে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেয় দলটি। এছাড়া ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আরও কিছু আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।