ক্রিকেট

পর্দা উঠলো যুব বিশ্বকাপের, দেখে নিন বাংলাদেশের খেলার সময়সূচি

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনা করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। চার বছর পর সেই প্রোটিয়াদের মাটিতেই আবার শুরু হয়েছে যুব ক্রিকেটের বৈশ্বিক আসর।

১৬ দলের এই টুর্নামেন্টে উদ্‌বোধনী দিনে দুটি ম্যাচ হবে। এদিন পচেফস্ট্রুমে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আরেক ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

আসরটিতে 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) মাঠে নামবে টাইগার যুবারা। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। দু-দিন পরই (২২ জানুয়ারি) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন