দেশজুড়ে

বৌভাতের খরচ বাঁচিয়ে বই বিতরণ করলেন নবদম্পতি

বৌভাতের খাবার খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে বই বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক নবদম্পতি। জেলার চিতলমারী উপজেলার মাধন-সাথী দম্পতি নিজেদের বউভাত অনুষ্ঠান সীমিত করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন ধরনের বই।

গতকাল বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) বিকেলে কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের ৫ শতাধিক বই। মাধন-সাথী দম্পতি এই কলেজের সাবেক শিক্ষার্থী।

মাধব চন্দ্র ব্রাহ্মণ বলেন, বিয়ের পর সবাই তো বৌভাতে দাওয়াত করে খাওয়ার আয়োজন করে। তার ইচ্ছে ছিল খাবারের আয়োজনে অনেক বেশি খরচ না করে, যেসব স্কুলে-কলেজে তিনি এবং তার স্ত্রী পড়েছেন, সেখানের সব বর্তমান শিক্ষার্থী ও শিক্ষককে একটি করে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বই উপহার দেবেন। ওই চিন্তা থেকের তার স্ত্রীর পরামর্শে তাদের ইচ্ছের বাস্তবায়ন ঘটান।

কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে এবং আলোকিত মানুষ হতে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। মাধবসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে প্রতি বছর নবীণ বরণে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন।

প্রসঙ্গত, মাধব চন্দ্র ব্রাহ্মণ  বর্তমানে সোনালী ব্যাংকের কোটালীপাড়া (গোপালগঞ্জ) শাখায় কর্মরত।

এ সম্পর্কিত আরও পড়ুন