আর্কাইভ থেকে বাংলাদেশ

মুশফিকের ১৫০ রান, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় টানা দুই উইকেট তুলে নিলেও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে রেকর্ড জুটি গড়ে এবারে ব্যক্তিগত ১৫০ রান পার হয়েছেন মুশফিক।

২৯১ বল খেলে মুশফিক পেরিয়েছেন ব্যক্তিগত ১৫০ রান। সেই সঙ্গে তার ব্যাট ছুটছে ডাবল সেঞ্চুরির দিকে।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনবার ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল মি. ডিপেন্ডেবল তুলে নিয়েছিলেন ২০১৩ সালে। সে ইনিংসটিও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

এরপর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডানহাতি এই ব্যাটার খেলেন অপরাজিত ২১৯ রানের ইনিংস। আর সবশেষ সেই জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে মুশফিক করেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে লঙ্কান পেইসার কাসুন রাজিথার জোড়া আঘাতে আবারও ব্যাকফুটে বাংলাদেশ। খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে আনা লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের জুটি ভেঙ্গে

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ব্রেক থ্রু এনে দেন তিনি। লিটনকে ফেরানোর পরপরই লঙ্কান এই বোলার সাজঘরের পথ বাতলে দেন মোসাদ্দেক হোসেন সৈকতকে।

এ সম্পর্কিত আরও পড়ুন