দেশজুড়ে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানিয়েছেন মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে পুলিশ।

এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

এর আগে গেলো বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন