ক্রিকেট

শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারালো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩৬ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।  প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।  জবাবে ১০০ রানে আটকে যায় পাকিস্তান।

আজ শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করা সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।  প্রথমে ব্যাট করতে নেমে যুব টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার।

এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান করেন ২৩ রান। আর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।

জবাবে খেলতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ওপেনার আয়মান ফাতিমা।  আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন।  এছাড়া কোন ব্যাটার তেমন রান পাননি।  বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন