সৌভাগ্যের আশায় গরু কোরবানি দিলো মিসর
আফ্রিকান নেশনস কাপে ‘বি’ গ্রুপ থেকে ৩ ম্যাচে খেলে এখনো জয়ের মুখ দেখেনি মিসর। যদিও সব কটি ম্যাচই ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা।
নক আউট পর্বে আগামীকাল রোববার কঙ্গোর মুখোমুখি হবে মিশর। আর এই ম্যাচের আগে সৌভাগ্যের আশায় গরু কোরবানি দিয়েছে মিসর ফুটবল।
গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) গতকাল জানিয়েছেন, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে তার গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে।
দলের সৌভাগ্যের আশায় কোরবানি দেওয়া মিসর ফুটবলের জন্য নতুন না। এপি জানিয়েছে, ঘানায় অনুষ্ঠিত ২০০৮ নেশনস কাপের অনুশীলনে বাছুর কোরবানি দিয়েছিল মিসর ফুটবল।