ক্রিকেট

ঢাকাকে বড় ব্যবধানে হারালো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা।  খেলায় ঢাকাকে ৭৯ রানে হারিয়েছে রংপুর।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করেছে ১৮৩ রান। জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় ঢাকা।

শনিবার (২৭ জানুয়ারি) বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হন দানুশকা গুণাতিলাকা। ৫ বল খেলে কোনো রান পাননি তিনি। তৃতীয় উইকেটে নাঈম শেখকে সঙ্গে নিয়ে রান তোলারে চেষ্টা করেন সাইম আইয়ুব। তবে ১৪ বলে ১৭ রান ওমারজাইয়ের দ্বিতীয় শিকার হন এই বাঁহাতি ব্যাটার।

এরপর ৩ বলে শূন্য রান করে ফিরে যান লাসিথ ক্রসপুলেও।  ১০ বলে ১৪ রান করে আউট হন নাঈম। দলীয় ৩২ রানের চার উইকেট হারিয়ে পথ হারায় দুর্দান্ত ঢাকা।

শেষ দিকে মোসাদ্দেক হোসেনতে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অজি ব্যাটার অ্যালেক্স রোস। ১৮ বলে ১৫ রান করে আউট হন ঢাকার অধিনায়ক।  আর অ্যালেক্স করেন ৫১ রান। এছাড়া রংপুরের আর কোন ব্যাটার তেমন রানের দেখায় পায়নি।

শেষ পর্যন্ত ২১ বল হাতে থাকতেই ১০৪ রানে অলআউট হয় ঢাকা।  বোলিংয়ের সময় ব্যথা পাওয়ায় ব্যাটিং করেননি তাসকিন আহমেদ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন