দেশজুড়ে

ব্রিটিশ এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ‘আমরা গর্বিত সনাতনীর’

ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে ব্রিটিশ এমপিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আন্তর্জাতিক সংগঠন আমরা গর্বিত সনাতনী এর সদস্যরা।

গেলো সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত রতন বিশ্বাসের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্ট (হাউস অফ কমন্স) এর পাঁচজন এমপি ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ এমপি বীরেন্দ্র কুমার শর্মা এর নেতৃত্বে বাকি এমপিগণ মন্দির পরিদর্শন করেন।

এ সময় আন্তর্জাতিক সংগঠন আমরা গর্বিত সনাতনী এর সভাপতি ব্যারিস্টার পল্লব আচার্যের প্রতিনিধিত্বে, সহ সভাপতি ব্যারিস্টার কেয়া সেন, সাধারণ সম্পাদক রুপন চন্দ্র মোদক, সাংগঠনিক সম্পাদক শিবু চক্রবর্তী ব্রিটিশ এমপিদেরকে ফুল ও পবিত্র শ্রীমদভগবদ গীতা উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসঙ্গত, বীরেন্দ্র কুমার শর্মা ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি সৌহার্দ্যপূর্ণ করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সব সময় পাশে থাকবে বলে উল্লেখ করেন ব্রিটিশ এমপিগণ। উপস্থিত সকলের সামনে এমপিগণ এই শুভেচ্ছা বিনিময়ের জন্য রতন বিশ্বাসেরও প্রশংসা করেন।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন