এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর পালিয়ে ছিলেন তিনি
ঝালকাঠির নলছিটিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। গেলো মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ওই আসমীর নাম আলমগীর হোসেন (৫৯)।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল র্যাবের সিপিএসসি কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।
র্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা করা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে ছিলেন তিনি। পরে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আলমগীর হোসেনকে র্যাব-৮ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। বুধবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
এএম/