আইন-বিচার

২৪ ঘণ্টায়ও মেলেনি মৃত ওই তরুণীর পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে উদ্ধার হওয়া মাথা-পা বিচ্ছিন্ন তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই তরুণীর পরিচয় পাননি পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিদ্দিক নামের এক গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে লাগেজবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা পুলিশের।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে মাথা এবং দুই পা বিচ্ছিন্ন করা এক তরুণীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তরুণী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গণমাধ্যমে বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর থেকেই তদন্ত শুরু করে। তরুণীর আঙুলের ছাপ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। যে যুবক লাগেজ নিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন