নাঈমুরের ২৪ বছরের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড
২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে নাঈমুর ১৩২ রানে শিকার করেছিলেন ৬ উইকেট। টেস্ট অভিষেকে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগার ছিল সেটি। নাঈমুর ভেঙেছিলেন প্রায় ১১১ বছরের পুরোনো রেকর্ড।
২৪ বছর পর নাঈমুরের সেই রেকর্ড ভাঙ্গলেন দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাঁহাতি স্পিনার ব্র্যান্ড নেন ১১৯ রানে ৬ উইকেট।
গতকাল রোববার ইনিংসে পঞ্চম বোলার হিসেবে বোলিং শুরু করেন ব্র্যান্ড। তবে উইকেট শিকার করতে পারেননি। আজ সোমবার ড্যারিল মিচেলকে আউট করে পেয়েছিলেন প্রথম উইকেট। এরপর নিউজিল্যান্ডের পরের ৬ উইকেটের ৫টিই নেন ব্র্যান্ড।
এসএটি-টোয়েন্টিতে শীর্ষ সারির খেলোয়াড়দের সুযোগ করে দিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের অধিনায়কেরও অভিষেক হয়েছে এ ম্যাচেই। আর তাতেই রেকর্ড গড়ে ফেললেন ব্র্যান্ড।