আবারও দুবাই হয়ে উঠেলো আন্তর্জাতিক ফ্যাশনের গন্তব্যস্থল
আবারও আন্তর্জাতিক ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। এটি এখন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন মডেল ও ফ্যাশনবিলাসীদের অন্যতম গন্তব্য স্থান। বর্তমানে দুবাইয়ে চলছে ফ্যাশন উইকের শরৎ/শীতকালীন সংস্করণ। চলতি মাসে নিউইয়র্ক, প্যারিস ও মিলান ফ্যাশন উইকের আগেই দুবাইয়ে শুরু হলো আন্তর্জাতিকমানের এই ফ্যাশন উইক।
সোমবার জাকজমকভাবে উদ্বোধন হলো দুবাই ফ্যাশন সপ্তাহ’র ২৪-২৫তম সংস্করণের। শরৎ ও শীতকালীন পোষাকের প্রদর্শনী নিয়েই এই জমকালো ফ্যাশন সপ্তাহের শুরু। এটি চলতি বছর শুরু হওয়া প্রথম আন্তর্জাতিক ফ্যাসন উইক হিসেবে পরিচিতি পেয়েছে।
দুবাই ফ্যাশন সপ্তাহ উপলক্ষ্যে দুর্দান্ত শৈলী, উদ্ভাবন আর অপূর্ব সহযোগিতার সমন্বয়ে তৈরি আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চটি তারকাদের ভিড়ে জ্বলজ্বল করছে। এই ফ্যাশন উইকের শরৎ-শীত সংস্করণ ফ্যাশনপ্রেমীদের জন্য নিঃসন্দেহে হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা ।
উদ্বোধনী দিনেই পোশাকের আন্তর্জাতিক ব্রান্ড হিসেবে পরিচিত আনয়া ও হুমারিফের স্পন্দনশীল গাউন পরে বিখ্যাত মডেলরা মঞ্চে ক্যাটওয়াক করেন। ফ্যাশন বিশেষজ্ঞ, ক্রেতা, ফ্যাশনপ্রেমী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা পোশাকের প্রশংসা করেছেন। তাদের মতে, এই পোশাকগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বৈশ্বিক ফ্যাশনে দুবাইয়ের ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ রাখে।
বিশ্বখ্যাত ও সুপার মডেল ক্যারোলিনা হেরেরা ও নওমি ক্যাম্পবেলের অংশগ্রহণের মাধ্যমে গত অক্টোবর দুবাই ফ্যাশন উইক সফল হওয়ায় আন্তর্জাতিক ফ্যাশন গন্তব্য হিসেবে দুবাইয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দুবাই শুধুমাত্র জমকালো সন্ধ্যাবেলাকার পোশাকের জন্যই নয়, বিভিন্ন ধরণের পোশাকের জন্যও পরিচিত। আসছে ৯ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফ্যাশন উইক শুরুর আগের দিন বৃহস্পতিবার শেষ হচ্ছে দুবাইয়ের এই আন্তর্জাতিক ফ্যাশন উইক।