মাঘের শীতে কাপছে পঞ্চগড়
মাঘের শেষ দিকে এসে আবারও শীত জেকে বসেছে হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড় জেলা। ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়। গেল দু’দিন ধরে তাপমাত্রা আবারও কমেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দু’দিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়।
স্থানীয়রা জানান, রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি। শীত উপেক্ষা করে বোরো ধানের ক্ষেত সহ ,অন্য কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের।
এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
প্রসঙ্গত, সপ্তাহজুড়ে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ১১ এর মধ্যেই ছিল।