আবহাওয়া

আজ থেকে আবারও বাড়তে পারে শীতের তীব্রতা

দেশজুড়ে টানা দশ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সীমিত হয়ে কেবল পঞ্চগড় জেলায় কেন্দ্রীভূত ছিল। দীর্ঘ সময়ের মধ্যে এটিই ছিল শীতের সবচেয়ে সংকুচিত বিস্তার। তবে এই স্বস্তি বেশি দিন স্থায়ী নাও হতে পারে। 

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকেই উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে নতুন করে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি। টানা সাত দিন ধরে এই অঞ্চলেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসছে। কখনো সামান্য বাড়া-কমা হলেও শীতের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নতুন শৈত্যপ্রবাহটি শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে জানুয়ারির শুরুতেই দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার একটি তীব্র মাত্রার হতে পারে। বাস্তবেও মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় শীতের দাপট স্পষ্ট ছিল। যদিও গেল কয়েক দিনে শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে।

তবে আগামী কয়েক দিন শীত আরও তীব্র হতে পারে। এসময় সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন