নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ডাক
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বয়কটের পথেই গেলেন ক্রিকেটাররা। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) তার পদত্যাগের দাবি জানিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি পূরণ না হলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দেয়া হবে বলেও আগেই সতর্ক করেছিলেন ক্রিকেটাররা।
এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টার ম্যাচ মাঠে গড়ায়নি। বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামের পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এদিকে বিসিবি বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও পরিস্থিতির কোনো সমাধান হয়নি।
ফলে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েও শুরু করা সম্ভব হয়নি। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ম্যাচটির আনুষ্ঠানিক টসই হয়নি। দুপুর ১২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও কোনো দল মাঠে উপস্থিত হয়নি। এছাড়া বৃহস্পতিবার সকালে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচগুলোও শুরু করা যায়নি।
এসএইচ//