১০ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল
মৌলভীবাজারের হাওর আর পাহাড়ের চা বাগানের ভেতর দিয়ে শীতের ঠান্ডা হাওয়া বইছে। শ্রীমঙ্গলের আকাশে সূর্য উঠলেও সকাল ও রাতের ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে এলাকাবাসী।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র কর্মকর্তা রাকিবুল জানিয়েছেন, এই সময় শ্রীমঙ্গল দেশের সবচেয়ে কম তাপমাত্রার এলাকাগুলোর মধ্যে অন্যতম।
চা বাগান আর হাওরের গ্রামীণ এলাকায় ঠাণ্ডা হাওয়া মানুষের সকালের কাজকর্মকে প্রভাবিত করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
শীতের এই কোমল ছোঁয়া চা বাগানের সবুজে যেন নতুন রঙের ছায়া ফেলে, আর হাওরের পাশের ছোট গ্রামগুলোতে সকালের নরম শীতের হাওয়া মানুষের জীবনকে স্পর্শ করছে শীতের রূপে ভরা এক শান্ত মুহূর্ত।
এসি//