পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি
গেলো কয়েকদিন ধরে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ফসলের ক্ষতিসহ কৃষকের কাজে ঘটছে ব্যাঘাত।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আজ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশা না থাকলেও সকাল থেকে দেখা মিলেছে সূর্যের, তবে মৃদু শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট।
বাজারের দোকানিরা বলেন, আজ সকালে তীব্র শীত অনুভূত হচ্ছে। গ্রাম থেকে খুব সকালে বাজারে মুরগি বিক্রি করতে হয়। প্রচণ্ড ঠান্ডার কারণে লোকজনের দেখা মিলছে না।
কয়েকজন দিনমজুর জানান, কনকনে শীত, সঙ্গে বাতাস আরও তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। ভোরে কৃষিকাজের জন্য মাঠে এসে ঠান্ডায় হাত চলছে না।
এদিকে, শীতজনিত কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া নিউমোনিয়া রোগীও বাড়ছে। প্রতিদিন শীতজনিত কারণে শিশু ও বয়োবৃদ্ধসহ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।