এশিয়া

কেউ আটকাতে পারবে না, বিজয়ের বার্তা ইমরান খানের

বেশ কয়েক মাস ধরেই কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।নির্বাচনেও নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেটার-কাম এই রাজনীতিবিদকে। তারপরও দারুনভাবে ভোটে ভেল্কি দেখিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল মানুষের। আগ্রহ ছিল গোটা বিশ্বের। তবে রীতিমত চোখে আঙুল দিয়ে ইমরান খান দেখিয়ে দিয়েছেন এখনো তার জনপ্রিয়তা কতটা।

নির্বাচনের ফলফল ঘোষণার পর বিজয়ের ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  কারাগারে থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই দিয়ে বানানো এক ভিডিও বার্তা ইমরান খানের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে।

সমর্থকদের উদ্দেশে ভিডিয়ো বার্তায় ইমরান বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে পিটিআই সমর্থকদের ব্যাপক জনসমর্থন দেখে সবাই হতবাক হয়েছে। নওয়াজ শরিফকে  কোনো পাকিস্তানি গ্রহণ করবে না।

পাকিস্তানের জনগণকে বন্ধু সম্ভাষন করে ইমরান বলেন, পাকিস্তানের জনগণ ইতিহাস তৈরি করেছেন। তাদের জন্য ইমরান খান  গর্বিত এবং  জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর শুকরিয়া করছেন তিনি।

পাকিস্তান তেহরিক ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা বলেন, এখন কেউ আর তাদের  আটকাতে পারবে না। চিন্তা করবেন না, উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। দুই বছরের নিপীড়ন ও অবিচারের পরও  দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় পেয়েছি।

নির্বাচন ফলাফলের সবশেষ তথ্য অনুযায়ি, ২৬৫টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ ১০৪টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৫টি আসন। নির্বাচিত হয়েছেন আরও ৯ স্বতন্ত্র প্রার্থী

নির্বাচনে নওয়াজ শরিফের পিএমএমএল-এন ৭৪টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। তারা পেয়েছে ৫৪টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছেন।

প্রধান তিনটি দলের মধ্যে এখন জোটের লড়াইয়ে বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তাই শেষ পর্যন্ত কে সরকার গঠন করতে পারবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। মুসলিম লীগ ও পিপিপি মধ্যে সমঝোতা না হওয়ায় কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাও স্পষ্টভাবে বলা যাচ্ছে না।

আবার ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই ইমরান খানকে ১৪টি মামলায় জামিন দেওয়া হয়েছে। ওদিকে, ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নওয়াজবিরোধী একটি রাজনৈতিক দল। তাই পাকিস্তানে সরকার গঠনে চমকতো রয়ে গেছেই।

এ সম্পর্কিত আরও পড়ুন