চট্টগ্রামকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলায় চট্টগ্রামকে ৭৩ রানে হারিয়েছে কুমিল্লা।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৬ রানে আটকে যায় চট্টগ্রাম।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো চট্টগ্রাম। ওপেনিং জুটিতেই ৮০ রান সংগ্রহ করে দুই ওপেনার তানজিদ আহমেদ তামিম ও জস ব্রাউন। ২৪ বলে ৪০ রান করে তামিম আউট হয়ে গেলে ২৩ বলে ৩৬ রান করে ফিরে যান ব্রাউনও।
এরপর বাকি ব্যাটারদের মধ্যে কেবল সৈকত আলী ১১ বলে ৩৬ এবং অধিনায়ক শুভাগত হোম খেলেন ১৩ বলে ১৯ রানের ইনিংস। এছাড়া বাকি কোন ব্যাটার আর তেমন রান সংগ্রহ করতে পারেনি।
কুমিল্লার হয়ে মঈন আলী ও রিশাদ হোসেন ৪ টি করে উইকেন নেন। আর মোস্তাফিজ শিকার করেন ২ উইকেট।
এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৬০ রান সংগ্রহ করে কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস ও উইল জ্যাকস। ৩১ বলে ৬০ রান করে লিটন আউট হয়ে গেলে পরের বলেই খালি হাতে ফেরেন চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়।
এরপর ব্রুক গেস্টও ১১ বলে খেলেন ১০ রানে আউট হয়ে গেলে আরেক ইংলিশ ক্রিকেটার মঈন আলিকে নিয়ে ৫০ বলে এই ফরম্যাটে নিজের তৃতীয় সেঞ্চুরি হাঁকান জ্যাকস। শেষ পর্যন্ত ৫ চার ও ১০ ছক্কায় ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ২৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মঈন আলি।