আইজিপিকে নিজের উপন্যাস “প্রেম পুরাণ” উপহার দিলেন সৈয়দ আশিক রহমান
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আশিক রহমানের প্রথম উপন্যাস “প্রেম পুরাণ” এর একটি কপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপহার হিসেবে গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেঙ্গল মিডিয়া কর্পোরেশন ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপিকে এ উপহার তুলে দেন লেখক নিজেই। এর আগে আইজিপি অনুষ্ঠানস্থলে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান।
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে এবারের বই মেলায় “প্রেম পুরাণ” উপন্যাসের মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ, খ্যাতিমান গীতিকার কবির বকুল, গণমাধ্যম ব্যক্তিত্ব নিশাদ দস্তগীর, বাংলা একাডেমির কর্মকর্তা ফয়সাল আমিন,আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ, উপবার্তাপ্রধান মামুনুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক আবু সাদেক মোহাম্মদ আলিম, সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান স্বপন ধরসহ অন্যরা।