আর্কাইভ থেকে বাংলাদেশ

শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের কেউ: ডা. সামন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণ ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের কেউ এখনও শঙ্কামুক্ত নন। তবে সবারই শারীরিক অসুস্থতার উন্নতি হয়েছে। জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ জুন) সকালে চট্টগ্রাম থেকে আরও ৭ জনকে ঢাকায় আনা হয়েছে। ছয়জনকে নেয়া হয়েছে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখান থেকে দুইজনকে বার্ন ইনস্টিটিউটে আনার কথা রয়েছে। অন্য আরেকজনকে সকালেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্নে চিকিৎসাধীন ফায়ার ফাইটার গাউসুল আজমের লাইফ সাপোর্ট খুলে আইসিইউতে নেয়া হয়েছে। একজনের কোভিড পজেটিভ হওয়ায় গতকাল থেকেই তিনিসহ দু’জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া সকালে আরও একজনকে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে এখন ১৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে মোট ২৬ জনকে আনা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন