আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ের দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। জাহানারা বেগম উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

সোমবার (১৫ মার্চ) উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, জাহানারা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমুজুরের কাজ করে। সে স্বামীর বাড়িতে দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে থাকতেন। রোববার রাতে ওই গৃহবধূ তার দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর বাড়ি থেকে বের হয়ে যায়। রাতভর জাহানারা বেগমকে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। 

সোমবার সকালে কৃষি কাজের শ্রমিকরা ওই এলাকায় মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় বাঁশঝাড়ে ঝুলন্ত ওই গৃহবধূর লাশ। পরে পুলিশে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পিতা হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হযেছে। পুলিশের তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বাশঁঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে।   

এস

এ সম্পর্কিত আরও পড়ুন