ইউরোপ

মিউনিখ নিরাপত্তা সম্মেলন: ইইউর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নেতারা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে, ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ এবং ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে৷

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি, ইউক্রেনে রাশিয়ার হামলাসহ, আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনা ছিল বিশ্বনেতাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ ন্যাটোর সঙ্গে ইইউর সম্পর্ক এবং এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় স্থান পায়৷

ইইউর প্রতি মার্কিন সেনেটরের বার্তা

মার্কিন রিপাবলিকান সেনেটর জেডি ভ্যান্স, ন্যাটো এবং ইউক্রেন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন সম্মেলনের শেষদিনে৷ সম্মেলনে অংশগ্রহণকারীদের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে সতর্ক অবস্থান প্রকাশ করেন৷ তবে যুক্তরাষ্ট্রের ওহাইওর রিপাবলিকান সেনেটর ভ্যান্স বলেন, ‘‘আমরা আমাদের ন্যাটো মিত্রদের ভালবাসি৷ আমরা ন্যাটো জোটকে মূল্য দিই৷''

ভ্যান্স বলেন, ট্রাম্প এবং রক্ষণশীল রিপাবলিকানরা চায়, প্রতিরক্ষার ক্ষেত্রে ইউরোপ ‘একটু বেশি স্বয়ংসম্পূর্ণ' হোক৷ তার মত, ইউরোপ যদি বিশ্বাস করে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ তাদের জন্য অস্তিত্বের হুমকি' তাহলে জার্মানির মতো ইউরোপীয় ইউনিয়নের মূল চালিকাশক্তিদের ‘পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে৷''

ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের (৫৫.৬ বিলিয়ন ইউরো) সহায়তা প্যাকেজটি ইউএস রিপাবলিকান-সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে আটকে আছে৷ প্যানেলে আলোচনার সময় ভ্যান্স বলেন, এই সহায়তা যুদ্ধকালীন পরিস্থিতির ‘বাস্তবতায় মৌলিক কোনো পরিবর্তন ঘটাবে না'৷

ভ্যান্স বলেন, ‘‘আলোচনার মাধ্যমে শান্তি ফেরানো অনেক বেশি যুক্তিসঙ্গত৷''

সম্মেলনে অংশগ্রহণকারীদের অনেকে ভ্যান্সের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন৷ তাদের মত, এখন শান্তি আলোচনা চাইলে রাশিয়া যে, আগ্রাসন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করেছিল, সেটা বরং আরো জোরদার হবে৷

জার্মান রাজনীতিবিদ রিকার্ডা ল্যাং, ভ্যান্সের বক্তব্যকে সমালোচনা বলেন, পুটিনের ‘‘এই মুহূর্তে শান্তিতে কোনো আগ্রহ নেই৷''

ল্যাং বলেন, ‘‘পুটিনের জয় মানে কিন্তু চীনের মতো অন্যান্য বাহিনীও ভাববে সীমান্ত পরিবর্তন করা সম্ভব৷ ন্যাটো এটা ধরে রাখতে পারবে না৷ এটা শুধুমাত্র ইইউ নয়, যুক্তরাষ্ট্রের জন্যও নেতিবাচক পরিণতি বয়ে আনবে৷''

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপের ভবিষ্যত নিয়ে ভাবনা

ইউরোপীয় ইউনিয়নের ভূ-রাজনৈতিক লক্ষ্যগুলির পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিনি সম্পর্কের ভবিষ্যত নিয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে আলোচনা হয়েছে৷

ইইউ বৃদ্ধির সুবিধা নিয়ে আলোচনা করেছেন জর্জিয়ান প্রেসিডেন্ট সালোমে জওরাবিচভিলি, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস লান্ডসবার্গিস, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা এবং পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাও সিকোর্স্কি৷

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল এবং লাটভিয়ান প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী ভূ-রাজনৈতিক এজেন্ডা নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন৷

ইউরোপে আগামী ৬০ বছরের ভূ রাজনীতি নিয়ে আলোচনার মাধ্যমে সম্মেলনটি শেষ হয়৷

গাজাবাসীকে জোর করে মিশরে পাঠাবেন না: হুমকি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ইসরায়েল যেন গাজার ফিলিস্তিনিদের মিশরে জোর করার পাঠানোর চেষ্টা না করে।

মিউনিখের সম্মেলনে তিনি বলেন, "আমি জানি, গাজা থেকে লোকেদের সরাতে এটা একটা ইসরায়েলি পরিকল্পনা ছিল। আমরা এবং মিশরীয়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে এটা না ঘটে।"

আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনি এখন জনাকীর্ণ এলাকায় আশ্রয় নিয়েছে। অভিজ্ঞ কূটনীতিকদের একাংশ এবং মানবিক সংস্থাগুলো তাদের গুরুতর উদ্বেগের কথা বলেছেন।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে,ফিলিস্তিনি শরণার্থীদের থাকার জন্য সীমান্তের পাশে একটি অভ্যর্থনা শিবির নির্মাণ করছে মিশর।

শাতায়েহ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের হামাসের সঙ্গে যোগাযোগ নেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহ রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়। তিনি সহিংসতা বন্ধ করে ফিলিস্তিনের সমস্যার সমাধানের আহ্বান জানান।

শাতায়েহ উল্লেখ করেছেন, ফাতাহ এবং হামাস-সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী রাশিয়ার আমন্ত্রণে বৃহস্পতিবার মস্কোতে দেখা করবে।

নিজেদের ক্ষমতা জোরদারের আহ্বান জার্মান চ্যান্সেলরের

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে কে জিতবে, ইউক্রেনের যুদ্ধ কোনদিকে মোড় নেবে, তা বিবেচনার আগে সবরকম আগ্রাসন ঠেকাতে ইউরোপের নিজের ক্ষমতা জোরদার করতে হবে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসন এবং ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন৷

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একটি প্যানেল আলোচনায় বক্তৃতা দেয়ার সময় ইউক্রেনকে দেয়া  ‘প্রতিশ্রুতি রাখতে' যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানান৷

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই বলেন, বিশ্বজুড়ে সংঘাতের মধ্যে তার দেশ ‘স্থিতিশীল একটি শক্তি হিসাবে' কাজ করবে৷

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান শনিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দেখা করেন৷ ককেশাস অঞ্চলে শান্তির জন্য কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে জানান তারা৷

রুশ বিশেষজ্ঞ: নাভালনির স্মৃতি ইউরোপে ‘বাঁচিয়ে' রাখতে হবে

বার্লিনের কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের ননরেসিডেন্ট এক গবেষক একাতেরিনা শুলমান ডিডব্লিউকে বলেন, রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্মৃতি বাঁচিয়ে রাখা উচিত ইউরোপের৷

তার কথায়, ‘‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে উপস্থিত অনেকেই আলেক্সি নাভালনিকে ব্যক্তিগতভাবে চেনেন, গত ১৫ বছর ধরে অনেকের জীবনে প্রবলভাবে তার উপস্থিতি ছিল৷''

তিনি বলেন, ‘‘পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, আমি অবশ্য জানি না৷ তবে আমি মনে করি, অন্তত তার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখা উচিত৷ ইউরোপের কোনো দেশের রাজধানীর রাস্তার নাম বা পাবলিক প্লেসের নামকরণ করেও তাকে বাঁচিয়ে রাখা উচিত৷''

তার কথায়, ‘‘রাশিয়া থেকে আমার কাছে নানা পরামর্শ এসেছে৷ হয়তো বার্লিনের শারিটে হাসপাতালে একটি স্মৃতিসৌধ করা উচিত৷ প্রাথমিক বিষক্রিয়ার পরে সেখানেই নাভালনি সুস্থ হয়ে উঠছিলেন৷ দুর্ভাগ্যক্রমে এখন আমাদের মনে হতে পারে, তাকে দ্বিতীয়বার বিষ দেওয়া হয়েছিল৷''

শুলমান জানান, পুটিনবিরোধী আন্দোলনের কত বড় ক্ষতি হয়ে গিয়েছে৷ রুশ বিশেষজ্ঞ শুলমান জানান, নাভালনি ‘‘বিভিন্ন সামাজিক স্তরের সঙ্গে কথা বলতে পারতেন৷''

শুলমান সম্মেলনে বলেন, ‘‘নাভালনির মধ্যে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ জমানোর প্রতিভা ছিল৷ তিনি শুধু শহুরে তরুণদের প্রতিমূর্তি, এমনটা কিন্তু নয়৷ তিনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে পারতেন৷ তার ভাষাজ্ঞান ছিল৷ অত্যন্ত আবেদনময় ব্যক্তিত্ব ছিল৷ অন্য কাউকে তার জায়গায় ভাবা যাবে না৷''

তার কথায়, ‘‘কল্পের কথা ভেবে, অন্য ধরনের ভবিষ্যতের কথা ভেবে বর্তমান রাশিয়ান সরকার নিজেদের জনগণকে অস্বীকার করছে৷''

জার্মান চিফ অফ ডিফেন্স ডিডাব্লিউকে যা বললেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সম্প্রতি ওলেক্সান্ডার সিরস্কিকে কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ করেছেন৷ জেনারেল ভ্যালেরি জালুঝনির এর আগে কমান্ডার ইন চিফ ছিলেন৷

তার কথায়, ‘‘গত সপ্তাহে সফরের সময় অনুভব করেছি  সেনারা কতটা ক্লান্ত, কিন্তু অবিচল৷ আমি নতুন কমান্ডার-ইন-চিফের সঙ্গে দেখা করেছি, যিনি একটি পরিকল্পনা করেছেন৷ তিনি জানেন কতদূর বিষয়টা গড়াতে পারে৷এখন তিনি এই পরিকল্পনা কার্যকর করেছেন৷'' এভাবে ওলেক্সান্ডার সিরস্কির প্রসঙ্গ উঠে এসেছে তার কথায়৷

তিনি বলেন, ‘‘আভদিভকাতে কর্মীদের বাঁচানোর জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া হয়েছে৷ এটা একদম ঠিক৷''

ইউক্রেন সহায়তা প্যাকেজের জন্য ইইউ নেতাদের প্রশংসা জর্জিয়ার প্রেসিডেন্ট

জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জওরাবিচভিলি ইইউ নিয়ে তার দেশের উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার আক্রমণের পরে ইউক্রেনের সঙ্গে সংহতি নিয়ে ডিডাব্লিউ-এর সঙ্গে কথা বলেছেন৷

জওরাবিচভিলি ইউক্রেন সহায়তা প্যাকেজের ৫০ বিলিয়ন ইউরোর চুক্তিতে পৌঁছানোর জন্য ইইউ নেতাদের প্রশংসা করেছেন৷ তার ‘আস্থা', কিয়েভের জন্য অতিরিক্ত সহায়তাও পাস হবে মার্কিন কংগ্রেসে৷

জওরাবিচভিলি কৃষ্ণসাগরে তাদের অবস্থান নিয়ে বলেন, ‘‘ইউরোপের সঙ্গে জলভাগই আমাদের গুরুত্বপূর্ণ সংযোগ৷ কৃষ্ণ সাগরের নিরাপত্তা ইউরোপের নিরাপত্তা৷ ক্রিমিয়া, ইউক্রেন, জর্জিয়ার সঙ্গে যা জড়িত৷ এখন রাশিয়ার কৃষ্ণ সাগরে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করায় বিষয়টা ঝুঁকির মধ্যে রয়েছে৷''

জর্জিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই নিয়ে জর্জিয়ার ইইউতে যোগদানের বিষয়েও জওরাবিচভিলিকে জিজ্ঞাসা করা হয়৷ তিনি বলেন, ‘‘যে কোনো দেশের মতো, এখানেও অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই রয়েছে৷ তবে জর্জিয়ার বাইরের লোককে এটা বুঝতে হবে, জর্জিয়াক জনগণের পারস্পরিক ঐক্য রয়েছে৷ স্বাধীনতার পর থেকে গত ৩০ বছর যা বজায় রয়েছে৷''

জওরাবিচভিলি বলেন, ২০০৮ সালে রাশিয়ার আগ্রাসন এবং জর্জিয়ান অঞ্চল দখলের পরেও এর পরিবর্তন হয়নি৷

তার মত, ‘‘রাশিয়া নিজের ভূখণ্ডে পিছু হটলে সবথেকে ভাল৷ তারা যেন শিখতে পারে, বিশ্বের অন্য যে কোনো দেশের মতো তাদেরও নির্দিষ্ট সীমানা রয়েছে৷ প্রতিবেশীদের সম্মান করতে হবে৷ এর মানে হল তারা যদি দখলকৃত অঞ্চল ছেড়ে দেয়, আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবো৷ এটা সবথেকে ভাল হবে৷ এটাই একমাত্র ফলাফল যা আমি ভাবতে পারি৷''

নাভালনির 'হত্যাকাণ্ড' ‘রাশিয়ান জনগণকে দমনের' বার্তা

বিল ব্রোউডার, আমেরিকান বংশোদ্ভূত ব্রিটিশ হারমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা৷ ইনি ভ্লাদিমির পুটিনের একজন কড়া সমালোচক৷ আলেক্সি নাভালনির মৃত্যুর বিষয়ে মিউনিখের সম্মেলনে ডয়চে ভেলের সঙ্গে তিনি কথা বলেছেন৷ নাভালনির মিত্ররা রাশিয়ার বিরোধী নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা বলেছে যে রাশিয়ান সরকার তার দেহ হস্তান্তর করতে অস্বীকার করছে৷

ব্রোউডার জোর দিয়ে বলেন, ‘‘পুটিন আলেক্সি নাভালনিকে হত্যা করেছে'' এবং ‘‘এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য হলো রাশিয়া এমন কাউকে একটি বার্তা দেয়া৷ তারা বলতে চায়, আপনি যদি ভ্লাদিমির পুটিনকে চ্যালেঞ্জ করেন তবে আপনাকে হত্যা করা হবে৷আমি মনে করি, এটা অত্যন্ত শক্তিশালী বার্তা কারণআলেক্সি নাভালনি ‘‘লার্জার দ্যন লাইফ''ব্যক্তিত্ব ছিলেন৷ তার মতো ব্যক্তিত্বের সঙ্গে যদি এমনটা হয়, তাহলে দুঃখজনকভাবে রুশ জনগণকে দমনপীড়ন করা হবে৷''

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শুক্রবার সম্মেলন শুরুর কিছুক্ষণ আগে নাভালনির মৃত্যুর ঘোষণা করাটা কাকতালীয় নয়৷ ব্রোউডার বলেছিলেন, সম্মেলনের আগে নাভালনির মৃত্যুর খবর ঘোষণা করে পুটিন ‘কার্যকরভাবে সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিতে চেয়েছেন৷'

সম্মেলনে আসা অনেকেই বিশ্বাস করেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য পুটিনের সঙ্গে আলোচনার একটি উপায় আছে৷ তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ব্রোউডার তা নাকচ করে দেন৷

ব্রোউডারের কথায়, ‘‘পুটিন স্পষ্ট করে দিয়েছেন, কোনো আলোচনার জায়গা নেই৷ শান্তির জন্য তার কোনো আপস করার ক্ষমতা নেই৷ পুটিন একজন যুদ্ধবাজ৷''

তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধু, পুটিন বিরোধী রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জার ভাগ্য নিয়ে চিন্তিত৷ মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া৷

তিনি বলেন, ‘‘এখন আলেক্সি নাভালনিকে হত্যা করা হয়েছে৷ ভ্লাদিমির কারা-মুর্জা সম্ভবত তার পরেই রয়েছেন৷ আমরা ওর নিরাপত্তা, সুস্থতা নিয়ে আতঙ্কিত৷ সম্মেলনে আসার মূল উদ্দেশ্য হলো, পশ্চিমা নেতাদের সঙ্গে কথা বলা, যাতে ভ্লাদিমির কুরা-মুর্জাকে জেল থেকে বের করার উপায় খুঁজে বের করার যায়৷ যেন তার পরিণতি নাভালনির মতো না হয়৷''

ব্রোউডার নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত৷ তার কথায়, ‘‘দুঃখজনক হলো, রাশিয়া বা বিশ্বের যে কোনো জায়গাই আমার মতো পুটিনবিরোধী কোনো ব্যক্তির জন্য খুব বিপজ্জনক জায়গা৷''

(ডয়েচে ভেলের খবর)

এ সম্পর্কিত আরও পড়ুন