আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম
একুশে বইমেলায় গিয়ে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় আবারও গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) গিয়ে অভিযোগ জানালেন ফেসবুক এবং ইউটিউবের আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিকা রিয়া মণি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, একজন মানুষকে শুধু বইমেলা থেকে নয়, যে কোনো স্থান থেকে কেউ বের করে দিতে পারে না। সেখানে বইমেলায় তাকে দুয়োধ্বনি দেয়া হয়েছে, যেটা তাঁর কাছে ইভটিজিং মনে হয়েছে। তাই তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।
এর আগে গেলো ২১ ফেব্রুয়ারি বিকেলে বইমেলায় যান হিরো আলম।তখন বইমেলায় পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিল। সে সময় নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করছিলেন হিরো আলম।
হঠাৎ একদল দর্শনার্থী তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিতে শুরু করেন। এরপরে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তিনি।
প্রসঙ্গত, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসময়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে বের হতে সহযোগিতা করেন।