ফুটবল

চীনের বাতিল করা ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে আর্জেন্টিনা

চীনে দুটি প্রীতি খেলার কথা ছিলো আর্জেন্টিনার। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসিকে না খেলানোয় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বর্তমান চ্যাম্পিয়নদের দুটি প্রীতি ম্যাচ বাতিল করে দেয় দেশটি।

তবে আর্জেন্টিনার জন্য সেই দুটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মার্চের নির্ধারিত ওই সময়ে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটিতে প্রতিপক্ষ হিসেবে আইভরিকোস্ট বদলে যুক্ত হয়েছে সালভাদর, অপর প্রতিপক্ষ নাইজেরিয়া ঠিকই আছে।

বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, সামনের ফিফা উইন্ডোতে ২৩ ও ২৬ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।  এর মধ্যে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে এবং এর তিন দিন পর নাইজেরিয়ার বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলোসিয়ামে খেলবে আলবিসেলেস্তারা ।

এ সম্পর্কিত আরও পড়ুন