নিশামের তাণ্ডবে বড় সংগ্রহ রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডারস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে জেমস নিশামের তাণ্ডবে বড় সংগ্রহ পেয়েছে রংপুর। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে উত্তরবঙ্গের দলটি। ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২৭ রানেই হারিয়ে ফেলে প্রথম ৩ ব্যাটারকে। শামীম হোসেন পাটোয়ারী ০, রনি তালুকদার ১৩ ও সাকিব আল হাসান আউট হন ৫ রান করে।
এরপর শেখ মাহাদী ও জেমস নিশাম মিলে দলকে কিছুটা এগিয়ে নিতে থাকেন। তবে ২২ রান করে ফিরে যান মাহাদী। এরপর নিকোলাস পুরান ১৪ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৩০ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত ক্রিজে থাকেন নিশাম। ৭ টি ছক্কা ও ৮ চারে ৪৯ বলে ৯৭ রান সংগ্রহ করেন এই কিউই ব্যাটার। আর রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৮৫।