স্বাস্থ্য

মেডিকেলে আসন বাড়ানো নয় বরং মানসম্মত শিক্ষা চাই : স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল কলেজে আসন বাড়ানো নয় বরং আমি মানসম্মত চিকিৎসা শিক্ষার পক্ষে। তিনি বলেন, মনসম্মত চিকিৎসক-শিক্ষক ও পড়ার পরিবেশ থাকলে আসন বাড়ানো হবে। বললেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ ডেন্টাল সার্জন্স (বিডিএস) ভর্তি পরীক্ষার  কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি।

চিকিৎসক সুরক্ষা আইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি এটি নিয়ে কাজ করছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছেন এ আইন  নিয়ে। রমজান মাসজুড়ে তিনি মিটিং করবেনএবং আগামী সংসদেই যেনো এটা পাস করতে পারেন সেই চেষ্টা করবেন।

বেসরকারি চিকিৎসা খাত নিয়ে তিনি বলেন, অবৈধ ক্লিনিক হাসপাতালের বিষয়ে তিনি আগেও বলেছেন সেগুলো যেনো বন্ধ করে দেয়া হয়। তবে অবশ্যই সেগুলো মনিটরিং করে তারপর বন্ধ করা হয় তাও নিশ্চিত করতে বলেছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতে অনিয়ম দূর করবার জন্য আরও একবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন