এশিয়া

হিজাব পরে কলেজে আসায় গেরুয়া স্কার্ফ পরে প্রতিবাদ

ফের মাথাচাড়া দিলো হিজাব বিতর্ক। কলেজের ছাত্রী হিজাব পরে আসায় পালটা প্রতিবাদ শুরু করলো অন্য একদল ছাত্রী। গেরুয়া স্কার্ফ পরে কলেজে এসে বিক্ষোভ দেখায় তারা। গোটা ঘটনায় ফের দুবছর আগের হিজাব বিক্ষোভের স্মৃতি উসকে গিয়েছে ভারতের কর্নাটকে।

২০২২ সালে কর্নাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার। কিন্তু কয়েকদিনে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বেশ কয়েকটি কলেজের ছাত্রীরা হিজাব পরে আসতে শুরু করেছিল। সেখান থেকেই বিপত্তি। হাসানের বিদ্যা সৌধ কলেজেও হিজাব পরে আসেন এক ছাত্রী।

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, হিজাব নয়, ওই ধরনের কাপড় মাথায় জড়িয়ে ছাত্রীটি কলেজে এসেছিলেন। কারণ তাঁর কানে কোনও সমস্যা হওয়ায় কান ঢেকে আসতে হয়েছিল।

তবে ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন কলেজ কর্তৃপক্ষ। ওই ছাত্রী আর হিজাব পরে আসবেন না বলেও আশ্বাস দেন। কিন্তু তার পর থেকেই কলেজে বিক্ষোভ শুরু করেন একদল ছাত্রী। হিজাবের পালটা গেরুয়া রঙের শাল মাথায় জড়িয়ে তারা কলেজে আসতে শুরু করেন। কেন এক ছাত্রী হিজাব পরে আসবেন, সেই নিয়ে বিক্ষোভ দেখান কলেজ চত্বরে। তবে কলেজ কর্তৃপক্ষ তাঁদেরও বিক্ষোভ থামাতে বলেছে।

বছর দুয়েক আগে কর্নাটকে বিজেপি সরকারের আমলে মুখ্যমন্ত্রী বিএস বোম্মাই শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এহেন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কর্নাটক হাইকোর্টে। সেখানেও নিষেধাজ্ঞা জারির পক্ষেই নির্দেশ দেয়া হয়। এরপর মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়েও হাইকোর্টের নির্দেশই কার্যত বহাল ছিলো। কিন্তু গত কয়েকদিনে সেই নির্দেশ অমান্য করে হিজাব পরতে দেখা গেছে ছাত্রীদের।

এ সম্পর্কিত আরও পড়ুন