শেষ ম্যাচে পরাজয়ে সিরিজ হারলো বাংলাদেশ
তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৭৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় টাইগাররা।
শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা নুয়ান তুশারার তোপে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ইনিংস। চতুর্থ ওভারে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়কে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাহমুদউল্লাহকে ফিরিয়ে শিকার করেন চতুর্থ উইকেট।
সেখানেই ম্যাচের শেষ দেখে ফেলেছিলেন হয়তো। তবে রিশাদ হোসেন ও তাসকিন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে তোলেন ঝড়। ৭ ছক্কায় ২৬ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন রিশাদ। তবে থামেন ৫৩ রানে। এরপ শুরু করেন তাসকিন। হ্যাটট্রিক করা তুশারার ওপরই চড়াও হন, দুই বলে হাঁকান দুই ছক্কা। তবে কঠিন সমীকরণটা মেলাতে পারেননি। ২ বল বাকি থাকতে অলআউট হয়ে সিরিজ হারে টাইগাররা।