জাতীয়

প্রত্যেক প্রার্থীই কমবেশি শক্তি প্রয়োগ করেছে : ইসি আনিছুর

প্রত্যেক প্রার্থীই কমবেশি শক্তি প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এ কাজ করেছেন তাদের আটক করা হয়েছে। বললেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

শনিবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সারাদেশে ২৩১ টি স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ শেষে ইসি আনিসুর এ কথা বলেন।

ইসি আনিসুর বলেন, কমিশন নির্দেশনা দিয়েছে যাকে পাওয়া যায় তাকেই যেন আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরে কোনো অভিযোগ তিনি পাননি। কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, বরগুনার আমতলীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর,অবাধ,সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো কিছু বন্ধ হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ময়মনসিংহ ও কুমিল্লা সিটির বাইরে তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন,পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন ১৯০টি,জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে লড়েন প্রার্থীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন