অপরাধ

বিচারকের স্বাক্ষর জাল ; প্রতারক কারাগারে

বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে মোস্তফা হোসেন নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মহানগর আদালত।

রোববার (১০ মার্চ) ঢাকা মহানগর আদালতের বিচারক মোঃ  তফাজ্জল হোসেন তার জামিন না মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী একলাছ উদ্দীন ভূঁইয়া।

একলাছ উদ্দীন জানান, মোস্তফা হোসেন বিয়ে করে প্রায় ২০-২২ বছর ধরে রিনা হোসেন নামে এক নারীর সঙ্গে সংসার করছিলেন। বেশ কিছু দিন আগে রিনা হোসেনকে তালাক না দিয়েই দ্বিতীয় বিবাহ করেন মোস্তফা।

এ বিষয়ে রিনা হোসেন মামলা দয়ের করেন। তখন মোস্তফা হোসেন একটি তালাক নামা দাখিল করে জানান তিনি রিনা হোসেনকে তালাক দিয়েছেন। সেই তালাকনামায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের স্বাক্ষর জাল করেন মোস্তফা।

গেলো ১৮ ফেব্রুয়ারি বিষয়টি আদালতের নজরে আনেন রিনার আইনজীবী। আদালত অভিযুক্ত মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পরে অভিযুক্ত মোস্তফা হোসেন ১০ মার্চ (রোববার )ওই বিচারকের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জামিন না মঞ্জুর করেন বিচারক।

অভিযুক্ত মোস্তফা হোসেন রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটি প্লটের হাজী হাবিবুল্লাহর ছেলে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন