জরিমানা গুনতে হলো নবাবী ভোজসহ তিন রেস্তোরাঁকে
জরিমানা গুণতে হলো ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যালে বিসমিল্লাহ এবং নবাবী ভোজকে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে রেস্তোরাঁ তিনটিকে।
সোমবার( ১১ মার্চ) তিন ঘণ্টার অভিযান শেষে বিকালে রাজধানীর বনানী এলাকার তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদর দপ্তর জানায়, র্যাব-১ সকাল ১১টা থেকে শুরু করে অভিযান শেষ করে বেলা ২টায়। মহাখালী এলাকায় ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এবং নবাবী ভোজ রেস্টুরেন্টে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ও স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। এ সময় ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা এবং নবাবী ভোজ রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।