বাংলাদেশ

২৩ নাবিকসহ জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম ভি আব্দুল্লাহ। জাহাজটির ২৩ জন নাবিককে জিম্মি করেছে জলদস্যুরা।

মঙ্গলবার (১২ মার্চ) জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমে জাহাজটি ছিনতাইয়ের বিষয় নিশ্চিত করেন।

মেহেরুল করিম জানান, কম ঝুঁকিপূর্ণ এলাকা অনুসরণ করে জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত  যাচ্ছিলো। জাহাজটি কয়লা বহন করছিলো বলে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে জাহাজটি সোমালিয়ান উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিলো।

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি আব্দুল্লাহ একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজটি ১৯৯৬ সালে জাপানে নির্মীত।  এটির দৈর্ঘ্য ১৮৫ মিঃ এবং প্রস্থ ৩০ মিঃ। জাহয়াজটির আইএমও নাম্বার ৯১৩২৯২৩। জাহাজটির ধারণ ক্ষমতা ২৬ হাজার ৭০ টন।

এর আগে ২০১০ সালে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এম ভি জাহান মনি। নানা চেষ্টার পরে জিম্মি হওয়ার ১০০ দিন পর জাহাজের নাবিকরা মুক্তি পান।

এ সম্পর্কিত আরও পড়ুন