ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি, যেটি অনুমোদন দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে আছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল ও পেসার আসিতা ফার্নান্ডো। তাঁদের জায়গায় এসেছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও পেসার লাহিরু কুমারা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা দনাঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।