৭ মামলায় নিপুণ রায়ের জামিন
রাজধানীর পৃথক দুই থানার ৭ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রমনা থানার দুই ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে। গেলো বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নিপুণ রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গেলো ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তার আগাম জামিন মঞ্জুর করেন। রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেয়া হয়। একইসঙ্গে আগাম জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
এএম/