ফুটবল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যারা মুখোমুখি

আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠান।  ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।

এছাড়াও আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।  তিনবারের রানার্স আপ আতলেতিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডকে।

আর ২০২০ সালের রানার্স আপ পিএসজি খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে।

সেমিফাইনালে আতলেতিকো-ডর্টমুন্ড ম্যাচের জয়ী দল খেলবে পিএসজি-বার্সা ম্যাচের জয়ী দলের সঙ্গে। আর আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জয়ী দল প্রতিপক্ষ হিসেবে পাবে রিয়াল-সিটি ম্যাচের জয়ী দলকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ৯ ও ১০ তারিখ। আর ফিরতি লেগ হবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালে প্রথম লেগ মাঠে গড়াবে ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগ হবে ৭ ও ৮ মে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল হবে ১ জুন।

এ সম্পর্কিত আরও পড়ুন