বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১টি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
শুক্রবার (১৫মার্চ) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব বিষয়ে নিশ্চিত করেন।
এসব বিষয়ে মহিউদ্দীন আহমেদ জানান, শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ৫ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, চোরাকারবারীদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এএম/