ক্যাম্পাস

জবি শিক্ষার্থীর মৃত্যু : আল্টিমেটামসহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ছয় দফা দাবিসহ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত  শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মার্চ) বিকেলে জবি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা এ দাবি ও আল্টিমেটাম জানান।

১. হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

২. অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে।

৩. দ্রুত সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে।

৪. ভিক্টিম ব্লেমিং এবং ভিক্টিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে।

৬. নারী নিপিড়ন সেল কার্যকর করতে হবে।

এছাড়াও ১২ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর সহকারী প্রক্টর দ্বীন ইসলাম মিলে অবন্তিকাকে অনলাইন ও সরাসরি হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান পাওয়া যায়নি। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। একে হত্যা দাবি করে জড়িতদের বিচার দাবি নিহতের পরিবার ও শিক্ষার্থীদের

এ সম্পর্কিত আরও পড়ুন