সোমালি জলদস্যুদের ছিনতাইকৃত জাহাজ আটক ভারতীয় নৌবাহিনীর
ছিনতাইকৃত মাল্টিজ পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েনকে আটক করেছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। কার্গোটিতে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গেলো ১৪ ডিসেম্বর জলদস্যুরা জাহাজটি হাইজ্যাক করেছিল।
শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গেলো শুক্রবার জাহাজটি থেকে জলদস্যুরা আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালিয়েছিল। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি ওই মুখপাত্র।
তিনি বলেছেন, নৌবাহিনী জলদস্যুদের আত্মসমর্পণ করে জাহাজটি এবং জাহাজে থাকা আটকে থাকা বেসামরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছিল, ডিসেম্বরে সোমালি জলদস্যুরা যে জাহাজটি আটক করেছিল সেটি তারা চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলের সময় ব্যবহার করে থাকতে পারে।
রুয়েন জব্দ না হওয়া পর্যন্ত ২০১৭ সাল থেকে কোনও বাণিজ্যিক জাহাজ সফলভাবে ছিনতাই করতে পারেনি সোমালি জলদস্যুরা।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ডিসেম্বর থেকে ছিনতাই, হাইজ্যাকিংয়ের চেষ্টা বা সন্দেহজনকমূলক অন্তত ১৭টি ঘটনা রেকর্ড করেছে ভারতীয় নৌবাহিনী।
জলদস্যুদের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের জন্য জানুয়ারিতে লোহিত সাগরের পূর্বদিকে কমপক্ষে এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এবং ২৫০টিরও বেশি জাহাজের তদন্ত করেছে তারা।
এনএস/