ভাইরাল হওয়া সেই মই ব্যবসায়ী আটক
সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাসড়কের ডিভাইডারে মই লাগিয়ে জনপ্রতি ৫ টাকার বিনিময়ে ঝুকিপূর্ণ ভাবে মানুষ পারাপার করার ভিডিও ভাইরাল হওয়ার পরে। সেই মই ব্যবসায়ী রবিউলকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (১৭ মার্চ) রাতে তাকে আটক করা হয়। কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মই উদ্ধার করে এবং ওই যুবককে তাঁরা আটক করেন। তার বিরুদ্ধে মামলা হবে। সে ৫ টাকার বিনিময়ে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে সড়ক পারাপার করেছে। এ বিষয়ে সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সেখানে কাটা তারের বেড়া দিয়ে দেবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে তাঁরা আনসার দিয়ে মইগুলো জব্দ করেন।
স্থানীয়রা জানান, গতবছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে, সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়। সেইসঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো। ওখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত।
কিন্তু গত দুই মাস ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। তবে দূরপাল্লার যানবাহন গুলো এখনো ওই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে। এতে প্রায় সময় যাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এ সুযোগে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক ডিভাইডারের দুই পাশে মই দিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের পার করে দিচ্ছেন।
উল্লেখ্য, আটক রবিউল (২৬) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাব হোসেনের ছেলে।