ক্রিকেট

‘টাইমড-আউট’ সেলিব্রেশনের বদলায় ‘হেলমেট’ সেলিব্রেশনে টাইগাররা  

ট্রফি উদযাপনে হেলমেট হাতে উপস্থিত মুশফিকুর রহিম।  স্ট্র্যাপটা খোলা। ইঙ্গিত করলেন, সেটায় সমস্যা। পাশে থাকা নাজমুল শান্তর একটু অবাক হওয়ার ভঙ্গি। সব ক্রিকেটারের মুখে প্রতিশোধের হাসি।

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে টাইমড-আউট উদ্‌যাপন করেছিলো শ্রীলঙ্কা। তার বদলায় ওয়ানডে সিরিজ জয়ে এবার অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ত্রু টিযুক্ত হেলমেটকে ব্যঙ্গ করে উদ্‌যাপন করলো বাংলাদেশ দল।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ে দারুণ অবদান ছিলো রিশাদ হোসেনের। ৬ উইকেট হারানোর পর যখন ক্রিজে আসেন রিশাদ তখনও বাংলাদেশের দরকার ছিলো ৫৮ রান। হাতে ছিলো ৮৩ বল।

ক্রিজে এসেই প্রথম বলে স্লগ সুইপে ছক্কা হাঁকান রিশাদ।  ১ বল পর লং অন দিয়ে মারেন চার।  পরের বলে মিডউইকেট দিয়ে ফের ছক্কা।

এরপর দুই ওভারে রিশাদের ঝড় একটু থেমে থাকলেও ৪০ তম ওভারে এসে আবার শুরু। হাসারাঙ্গার ওভারে প্রথম দুই বলে টানা দুই ছক্কা মারার পর পরের তিন বলে তিন চার।

রিশাদের এমন ব্যাটিং দেখে মুগ্ধতার হাসি আটকে রাখতে পারেনি মুশফিক। বাংলাদেশের ডাগআউট পড়েছিলো হাসির রোল। রিশাদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৮ বলে ৪৮ রানে। আর বাংলাদেশ জয় পায় ৪ উইকেট ৫৮ বল হাতে রেখে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন