চলন্ত গাড়িতে মা ও ছ’বছরের শিশুকে গণধর্ষণ
রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের হরিদ্বারের রুরকিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে গেলো রোববার (২৬ জুন) রাতে বাড়ি ফিরছিলেন এক মহিলা ও তার ছ’বছরের শিশুকন্যা। পথে সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন মহিলাকে। সেসময় গাড়িতে সোনু ছাড়াও ছিলেন তার আরও কয়েক জন বন্ধু।
অভিযোগ থেকে জানা গেছে, চলন্ত গাড়িতে ওই মহিলা ও তার মেয়েকে গণধর্ষণ করা হয়। ঘটনার পর পথের ধারের একটি খালে তাদের ফেলে দেন অভিযুক্তরা। কোনও ভাবে ওই অবস্থাতেই থানায় পৌঁছন মহিলা। তারপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কত জন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি নির্যাতিতা। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি। মহিলার দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু।
রুরকির সিভিক হাসপাতালে ওই মহিলা ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অনন্যা চৈতী